শাল্লা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি ড মো সামছুল হক চৌধুরী শনিবার, ২১ অক্টোবর শাল্লা উপজেলায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা সদরের কালিমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে ড মো সামছুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধুভূষণ রায়, জাতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সভাপতি মহিতোষ দাশ, সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply