সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের সংস্কৃতিকর্মীরা সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাঙালি জাতির স্বাধিকার, স্বাধীনতা এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের প্রতীক ’নৌকা’র পক্ষে প্রচারণায় নামছেন।
আজ বৃহস্পতিবার, ১৫ জুন সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সংস্কৃতিকর্মীরা প্রচার কাজ শুর করবেন।
ইতোমধ্যে সংস্কৃতিকর্মীরা নিজস্ব উদ্যোগে নির্বাচনী প্রচারপত্র তৈরি করে নিয়েছেন। এতে সুরমাপারে নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশের ধারা অব্যাহত রাখার স্বার্থে সিলেট সিটি করপোরেশনকে সহযাত্রী রাখতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply