সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে নোয়াখালীর বন্যা দুর্গত ৬০০ নারী-পুরুষ-শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ সময় রোগীদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।
গত ৬ সেপ্টেম্বর মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো শহিদুল ইসলাম। পরিচালনা করেন, লায়ন সাজ্জাদ হোসাইন। বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্মআহবায়ক মো কামরুল ইসলাম ও মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন।
এছাড়া মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন, স্থানীয় সাবেক জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply