নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, তার নেতাকর্মী ও এজেন্টদের পুলিশ হয়রানি করছে।
শুক্রবার রাতে মহানগরীর কাজীটুলা এলাকাঙ নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আরিফুল হক চৌধুরী নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হলে কঠোরতর আন্দোলনের হুমকি দেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে তার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, হয়রানি, গ্রেফতার ও বাসাবাড়িতে তল্লাশির মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থক নামধারী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ফাঁসাতে ককটেল হামলা ও নির্বাচনী কার্যালয় পোড়ানো সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
এ অবস্থায় ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে তিনি আশংকা প্রকাশ করেন।
Leave a Reply