সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছে নিশিরাতের ‘অবৈধ’ সরকার। গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররূপে অবির্ভূত হয়েছে। তবে নেতাকর্মীদেরকে গ্রেফতার করে শেষ রক্ষা হবেনা। ইতোমধ্যেই সরকারের পতনের জন্য জনগণ রাস্তায় নেমে এসেছে।
তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন হয়েছে যেন, সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিণত করেছে। পার্থক্য শুধু একটাই বিএনপির নেতাকর্মীরা ছোট কারাগার থেকে বের হয়ে বড় কারাগারে পরাধীনতার শৃঙ্খলে বন্দি হচ্ছেন। সময় আর বেশি বাকি নেই। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দেশবাসীকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার, ২২ জুন সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারা ফটকে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, আবুল হোসেন, রাজু আহমদ, জুনায়েদ হোসাইন, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ ও হাফিজুর রহমানের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনাকালে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন গোলাম রাব্বানী, আনোয়ার হোসেন মানিক, কোহিনূর আহমদ, মাহবুল হক চৌধুরী, আবুল কাসেম, মকসুদ আহমদ, আজিজুর রহমান আজিজ, মনিরুল ইসলাম তোরণ, সুমেল আহমদ চৌধুরী, সুহেল ইবনে রাজা, হাসিনুর রহমান টিপু, মির্জা সম্রাট হোসেন, আবু আনসারী, বেলায়ত হোসেন মোহন, আবুল হাসনাত প্রমুখ।
Leave a Reply