নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে মাদারাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে সিলেটেও প্রতিবাদের ঝড় উঠেছে। রাজপথে নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশ-কিশোর সংগঠন। শনিবার দিনভর বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হয়েছে।
প্রতিবাদী এই কর্মসূচি পালনকালে বক্তারা, হত্যাকাণ্ডের মূল হোতা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সহ জড়িত অন্যদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে মানববন্ধন করে জেলা সিপিবি, বাসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ, মহিলা ফোরাম ও খেলাঘর।
উদীচীর জেলা সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে বক্তবা রাখেন, বাসদের জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, যুব ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, প্রগতি লেখক সংঘের সভাপতি এ কে শেরাম ও উদীচীর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। পরিচালনায় ছিলেন, বাসদ নেতা প্রনব জ্যোতি পাল।
এর আগে একই জায়গায় প্রতিবাদী কর্মসূচি পালন করে বাংলাদেশ নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক দুর্বার।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, দুর্বার নেটওয়ার্ক সিলেট অঞ্চলের সভাপতি নুরুন্নাহার বেবী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা আলম, কোষাধ্যক্ষ রেশমা শারমিন, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী, স্বপ্না গাজী ও দিবা এলি।
সুনামগঞ্জ প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক ফজলুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি সাংবাদিক কুলেন্দু শেখর দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সাংবাদিক আব্দুস সালাম, অলিউর রহমান সুমন, কে এম শহীদুল, নূর মোহাম্মদ স্বজন, আলমগীর হোসেন. আনোয়ারুল হক ও সিরাজুল ইসলাম শ্যামল।
Leave a Reply