সুনামগঞ্জ প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ সুনামগঞ্জ শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
কর্নিকা মুক্ত স্কাউটস গ্রুপের সহ সম্পদক দুর্জয় দত্ত পুরকায়স্থর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ও নিগার সুলতানা কেয়া, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, আয়োজক সংগঠনের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাইয়ূম ও সাংবাদিক কে এম শহীদুল।
Leave a Reply