নিজস্ব প্রতিবেদক : মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, ভারপ্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক হেলেন আহমদ ও সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য রুবা জেবিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি মাহমুদা নাজমিন রুবি, হাসনা হেনা চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাসিনা আক্তার ও নারী উদ্যোক্তা স্বপ্না গাজী।
Leave a Reply