শিক্ষামন্ত্রী সিলেটের কৃতি সন্তান নুুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ৩য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় প্রতিষ্ঠানের সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক মো মহীউদ্দিন চৌধুরী বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে চলেছে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবীণদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আরো সহযোগিতা করবে।
Leave a Reply