নিজস্ব প্রতিবেদক : নিয়মিত আদালত চালু করার দাবিতে সিলেটে আইনজীবীরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে জেলা জজ কোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিলেট বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল গফুর, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আলিম উদ্দিন ও অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু। পরিচালনায় ছিলেন, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু।
বক্তাগণ অবিলম্বে ন্যায় ও সুবিচারের স্বার্থে, বিচার প্রার্থী জনগণ ও দেশের ৬০ হাজার আইনজীবীর কথা বিবেচনায় নিয়ে, অবিলম্বে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন জানান।
Leave a Reply