নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৫ বছর পূর্তিতে সিলেটে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, নিসচার জেলা সভাপতি বাবর লস্কর, সহ সভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল, কবির আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম।
এছাড়া সংগঠনের মহানগর শাখা কোর্ট পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করে।
পরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কেক কাটা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, নিসচার মহানগর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হাসিব পাবেল।
Leave a Reply