নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নতুন পুলিশ কনস্টেবলদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার সকালে দক্ষিণ সুরমায় রেঞ্জ রিজার্ভ ফোর্স-আরআরএফ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশ বাহিনী জাতির পিতার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এখন এই মহান নেতার স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল অবদান রাখছে।
এর আগে তিনি টিআরসিদের আকর্ষণীয় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন আরআরএফ কমান্ডেন্ট মাহমুদুর রহমান। এছাড়া আওয়ামী লীগের জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়াম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সভাপতি আল আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চার মাসব্যাপী এই প্রশিক্ষণে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ৩৯৮ জন নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল অংশ নেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণকালীন বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যে টিআরসি রশিদ আহমদ, সৌরভ আহমদ, সাগর আহমদ, শরীফ উদ্দিন ও মাহবুব আলমকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply