পরিবেশ অধিদপ্তর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রবিবার লালাবাজারের মধ্যবাজারের বিভিন্ন দোকান ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যটিলায়ান সদস্যরা।
অভিযানকালে ৪টি দোকান ও গুদামে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়সহ প্রায় ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ভাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বনানী দাস, গবেষণাগার সহকারী মোহাম্মদ শাহাদাৎ হোসাইন ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply