নিজস্ব প্রতিবেদক : সিলেটে উস্তাদ নিশিকান্ত শিল্পী গোষ্ঠীর বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজিত অনুষ্ঠানটি বাউল শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান আলোচক ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম। অতিথি ছিলেন, বাউল কল্যাণ সমিতির আহ্বায়ক কামাল উদ্দিন রাসেল, ছড়ামঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, ভাটির শিকড় সম্পাদক রওশন জলিল কোরেশী, হাওরপাড়ের ধামাইল সাধারণ সম্পাদক বিমান তালুকদার ও জকিগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমার ফজলু। পরিচালনায় ছিলেন, বাউল শীতন বাবু।
Leave a Reply