নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে সিলেটের জনসভা স্থগিত করে আবারও গণতন্ত্রের প্রতি নিজের অবিচল আস্থার প্রমাণ দিলেন।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়াও জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, জেলা সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সিলেট সফরের খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। জনসভাকে সফল করতে পুরো বিভাগ জুড়ে শুরু হয় প্রস্তুতি। অনেক নেতাকর্মী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে এসে প্রচার কাজে অংশ নেন। প্রশাসনও ব্যাপক প্রস্তুতিকাজ চালাতে থাকে। দলের উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা প্রস্তুতিকাজের অগ্রগতি দেখতে আসেন। মহানগরী অরূপ সাজে সাজতে শুরু করে।
সাংবাদিকদের সহযোগিতার জন্যে সংবাদ সম্মেলনে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেটে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারতের পর জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রীর আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি শুরুর ঘোষণা দেয়ার কথা ছিল।
Leave a Reply