হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে চরম বেয়াদব বলে আখ্যায়িত করেছেন।
তিনি আরো বলেছেন, বেয়াদবদের কেউ পছন্দ করেনা। দলের সিদ্ধান্ত অমান্যকারীরা আর কখনও দলীয় মনোনয়ন পাবেনা। তারা আওয়ামী লীগ থেকে আজীবনের জন্যে বহিষ্কার হবে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আতাউর রহমান সেলিম আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক। ‘নৌকা’য় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের হাতে নেবেন।
তিনি ৫টি পথসভায় বক্তৃতা করেন। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। পথসভা পরিচলনা করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতাচ্ছিরুল ইসলাম।
Leave a Reply