নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী জানিয়েছেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ ও দলীয় প্রধান শেখ হাসিনা মনোনয়ন দিলে আবারো প্রার্থী হবেন।
মঙ্গলবার দুপুরে মহানগরীর জেল রোডে একটি অভিজাত হোটেলে আহুত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী আরো জানান, বর্তমান মেয়াদেই তার নির্বাচনী এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
লিখিত দীর্ঘ বক্তৃতায় তিনি তার নির্বাচনী এলাকায় ৬ হাজার ৯শ ৫০ কোটি ৫০ লাখ টাকার বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply