অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ এ দলটি রাষ্ট্র পরিচালনা করতে জানেনা।
বুধবার দিনভর মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী নিজের ছোটভাই ড এ কে আব্দুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ভালো। দুয়েকটি জায়গায় বিএনপির উপর হামলা হয়ে থাকতে পারে। আবার বিএনপিও আওয়ামী লীগের প্রার্থী ড এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা করছে।
এসময় ড এ কে আবদুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
Leave a Reply