নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস আর জাল ভোটের মহোৎসব হয়েছে বলে পরাজিত দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অভিযোগ করেছেন।
তাদের আরও অভিযোগ, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ পুরো প্রশাসন নির্লজ্জভাবে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের পক্ষে কাজ করেছে।
তাই তারা এ উপজেলায় পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
শনিবার, ১১ মে(২৮ বৈশাখ) দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আহুত এক সংবাদ সম্মেলনে তারা এই বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। তিনি বলেন, ৮ মে গোলাপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আর এই প্রহসনের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো আহসান ইকবাল। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র দখল করেন মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কর্মী-সমর্থকরা। ফুলবাড়ি ইউনিয়নের বরায়া, হিলালপুর, হাজিপুর, মোল্লাগ্রাম ও কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ‘আনারস’ ও ‘ঘোড়া’ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়। এমনকি এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররাও জাল ভোট দিয়েছেন। মসজিদের ইমামকে দিয়ে পর্যন্ত ‘দোয়াত-কলম’ প্রতীকের পক্ষে জাল ভোট দেয়ানো হয়েছে।
মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের লোকজন ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে প্রতিরোধের মুখে পড়ে। তারা ছোরা, চাকু ও দা নিয়ে হামলা চালিয়ে ‘আনারস’ প্রতীকের তিন কর্মীকে গুরুতর আহত করে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ করে জানানো হয়, এসব ব্যাপারে সকাল থেকে বারবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিকার পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ‘আনারস’ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল বলেন, নির্বাচন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনসহ সবাই মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে নির্বাচিত করার নীল নক্সা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন।
পরাজিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লবিবুর রহমান নির্বাচনের নামে এমন প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিন প্রার্থীই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ৮ মের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান।
আরও জানান, তারা এ ব্যাপারে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply