নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নির্ধারিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ।
সোমবার সিসিকের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়রের এই আহবানের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন বা নির্ধারিত সময় হয়েছে; কিন্তু টিকা নিচ্ছেননা, তাদেরকে অতিসত্বর টিকা নিতে হবে। এ ক্ষেত্রে বিলম্বের কারণে কোন সমস্যা দেখা দিলে কিংবা সংকট সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আরও জানানো হয়েছে, প্রতিদিন সিলেট সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকার ৩য় অর্থাৎ বুস্টার ডোজ গ্রহণ করতে ৩ হাজার নাগরিককে এসএমএস পাঠানো হয়। সেই তুলনায় প্রতিদিন টিকা গ্রহণের হার খুবই কম হচ্ছে।
এদিকে নগর ভবনের নিচতলায় অস্থায়ী টিকা কেন্দ্রে ১ম ও ২য় ডোজ দেওয়া হচ্ছে। যারা এ দুই ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা এই কেন্দ্রে টিকা নিতে পারবেন।
এছাড়া করোনা টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নিচতলায় হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply