সুনামগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরে শহীদ আবুল হোসেন মিনলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ
হারুণ। বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
ড তরুণ কান্তি সিকদার। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ।
নিবার্হী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ।
মতবিনিময় সভায় অভিমত ব্যক্ত করা হয়, সড়কে নিরাপদ চলাচলে সকলকে সচেতন থাকতে হবে।
এর আগে নিরাপদ সড়ক চাই শিরোনামে একটি গান পরিবেশন করা হয়। এছাড়া অতিথিরা প্রচারপত্র বিতরণ করেন।
Leave a Reply