সুনামগঞ্জ প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক আমার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা সুনামগঞ্জ রবিবার সকালে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিলুর রহমান, উদ্দীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, সংস্কৃতিকর্মী সামির পল্লব, রাজীব ও জাকের আহমেদ।
বক্তারা বলেন, দিন দিন সড়কে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।
তারা ফিটনেসহীন গাড়ি চলাচল অবিলম্বে বন্ধের দাবি জানান।
Leave a Reply