নিজস্ব প্রতিবেদক : সড়ক-মহাসড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবিতে জাতিসংঘ ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন ও শোভাযাত্রা করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা ও মহানগর শাখা শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের জেলা সভাপতি বাবর লস্কর।
পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply