নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপত্তা বৃদ্ধি নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ-এসএমপির অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) ডিআইজি পরিতোষ ঘোষ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগা পরিদর্শন করেছেন।
এখানেই পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন, উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম। এছাড়া উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, নিরাপত্তা জনিত কারণে ঈদের জামাতে ছাতা ও জায়নামাজ ব্যতীত সন্দেহজনক কোন কিছু নেওয়া যাবে না।
Leave a Reply