নিজস্ব প্রতিবেদক : গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মহানগরীর রেজিস্টারি মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ বকুল, জেলা দফতর সম্পাদক ফখরুল হক, দফতর সম্পাদক রেজাউল করিম, অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মহানগর প্রচার সম্পাদক শামীম মজুমদার, আল আসলাম মুনিম, মহিলা দলের জেলা সাধারণ সম্পাদক আমিনা বেগম রুমী ও সাংগঠনিক সম্পাদক ফাহিমা আহা কুমকুম।
Leave a Reply