নিজস্ব প্রতিবেদক : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি-সবাই মিলে সুস্থ থাকি’-এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর রিকাবীবাজারে জেলা ক্রীড়া ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।
পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মশক নিধনের লক্ষ্যে ঔষধ ছিটানো হয়।
Leave a Reply