বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
ডা মুশফিক হুসেন চৌধুরী জানান, কয়েকদিন আগে গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাসায় বিদ্যুতের তার কেটে প্রবেশের চেষ্টা করে। তবে তিনি টের পাওয়ায় তারা পালিয়ে যায়। এছাড়াও ইতোপূর্বে তার উপর ও তার গাড়িতে দুর্বৃত্তরা হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে ব্যাপক উন্নয়ন সাধন করছি জেলার বিভিন্ন এলাকায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন চাইবো।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, তার ধারণা, স্বাধীনতা ও বর্তমান সরকারের উন্নয়ন বিরোধী একটি চক্র এ কাজ করছে।
তার বাসায় হামলার চেষ্টার ঘটনায় তিনি হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন।
ডা মুশফিক হুসেন চৌধুরী আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Leave a Reply