নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা চালিয়ে সরকারকে বিব্রত করতে ষড়যস্ত্র করা হচ্ছে।
সোমবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র হয়েছিল। এ নিয়ে মিথ্যা কল্পকাহিনী সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহিৃত করতে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছেন। আশা করছি, তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বের করে শাস্তির আওতায় আনা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতিও করেছেন। এসব অপকর্মের জন্য নিজেই ফেঁসে গেছেন। তার শাস্তি হবে। কারণ কেউ আইনের উর্দ্ধে নন। আর সাজা হলে তিনি নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।
Leave a Reply