ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ‘জারুল তলার আড্ডা, ১৯৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস’-এ শিরোনামে নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো সিলেট এমসি কলেজের ’৮২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা।
জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ পার্টি সেন্টারে ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত এমসি কলেজের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী আবদুর রহিম বাদশা ’৮২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে শনিবার রাতে এ পুনর্মিলনীর আয়োজন করেন।
অনুষ্ঠানে আবদুর রহিম বাদশা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মামুনুর রশিদ, অধ্যাপক ড মাসুদুল হাসান, ডা শফিকুল হক চৌধুরী, ডা মো সিদ্দিকুর রহমান, ডা জুবায়ের আহমেদ, ডা মো আবু তাহের, ডা এস এ শামীম, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, নূরুল ইয়াহিয়া, এম এ করিম জাহাঙ্গীর, নোমান হোসেন, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসহার, রুহেল আমিন, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, জেবিন আহমেদ জীবন, মো নাহিদ, নিয়াজ এ চৌধুরী, মো আকলাসুর রহমান, মো কেফায়েত হোসেন প্রমুখ।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বসবাসরত এমসি কলেজের ’৮২ ব্যাচের প্রাক্তন ছাত্ররা অনুষ্ঠানে যোগ দেন।
তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এমসি কলেজের ’৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী বছরের ২রা জুলাই নিউইয়র্কে পুনর্মিলনী করার সিদ্ধান্ত নেন।
নৈশভোজের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply