নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে রবিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের উডসাইড, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস ও ওজনপার্কের ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে ১৮৫৫১ জন ভোটারের মধ্যে ১১১৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে কামাল-রুহুল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (১৭টি পদ) লাভ করেছে। অন্যদিকে কুনু-আজম প্যানেল থেকে মাত্র ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ। তিনি সর্বাধিক ৫৭৪৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন কুনু পেয়েছেন ৪৭৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী পেয়েছেন মাত্র ৩০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সিদ্দিকী পেয়েছেন ৫৫৮৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন আজম পেয়েছেন ৪৯৭২ ভোট। এছাড়া জ্যেষ্ঠ সহ সভাপতি পদে আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি পদে আবুল খালেক খায়ের, সহকারী সাধারণ সম্পাদক পদে সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায়, প্রচার সম্পাদক পদে সাংবাদিক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদে নাদের এ আইয়ুব, সাহিত্য সম্পাদক পদে নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব এবং কার্যকরী পরিষদের ৬টি পদে ফারহানা চৌধুরী, মইনুদ্দিন মাহবুব, আজাদ বাকির, মোহাম্মদ সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সারওয়ার খান বাবু নির্বাচিত হয়েছেন।
Leave a Reply