ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়ার বাসায় চুরি সংঘটিত হয়েছে।
চোরেরা ঘরের দরজা ভেঙ্গে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এসময় বাসায় কেউ ছিলেন না।
২৬শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ১২৬৮ হোয়াইট প্লেইনস রোডে এ চুরি সংঘটিত হয়।
আম্বিয়া মিয়া জানান, তিনি তার পরিবাবের সবাইকে নিয়ে ঐদিন সন্ধ্যা ৭টায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টায় ঘরে ফিরে দেখতে পান, দরজা ভাঙ্গা, ভিতরে জিনিষপত্র তছনছ করা এবং কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি জানান, চোরেরা তার ঘরে থাকা ৫৬ ইঞ্চি টিভি, ১টি ল্যাপটপ, গেইম পিএসফোর, গেইম থ্রিডিএস, ১টি মোবাইল ফোন, ২টি নতুন জ্যাকেট, নগদ আনুমানিক ৫/৬ হাজার ডলার এবং ১৭/১৮ ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।
Leave a Reply