বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেনকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী ও আওয়ামী পরিবার সংবর্ধনা জ্ঞাপন করেছে।
সোমবার এ সংবর্ধনার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড প্রদীপ করের সভাপতিত্বে জনসংযোগ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মুমিন, নিউইয়র্কে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা, ডা জিয়া উদ্দিন আহমদ, ড খন্দকার মনসুর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, শাহ মো বখতিয়ার, মোহাম্মদ আলী সিদ্দিকী, এম এ করিম জাহাঙ্গীর, মিসবাহ আহমদ ফরিদ আলম, সদস্য শরিফ কামরুল হীরা, সামছুল আবেদিন, কামাল উদ্দিন আসুক মাশুক, কায়কোবাদ খান, ইলিয়ার রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমদ চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম রহিম, কানেক্টিকাট স্টেট সভাপতি জুনেদ এ খান, নিউইয়র্ক স্টেট সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউজার্সির নেতা টিপু সুলতান, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি সৈয়দ মোস্তফা কামাল, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন ভূঁইয়া, জাসদের সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, রুমানা আক্তার, জেসমিন বোখারী, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের নেতা আল আমিন, মনজুর চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস, যুবলীগ নেতা সেবুল আহমদ, রিন্টু লাল দাস, রহিমুজ্জামান সুমু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, শেখ হাসিনা মঞ্চের জালাল উদ্দিন জলিল, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান উলকত আলী, ড ধনঞ্জয় সাহা, ক্যাপ্টেন আবু বকর, মিজানুল চৌধুরী, সুহান আহমদ টুটুল, শেখ মখলু মিয়া, নূরউদ্দিন, জালাল আহমদ ও এ কে চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ বিমান বহরে নতুন ৬টি বিমান যোগ হচ্ছে। খুব শীঘ্রই নিউইয়র্ক-ঢাকা আকাশপথ চালু হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র বিভিন্ন দেশে কনস্যুলেটের মাধ্যমে প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply