এনা, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও তরুণ রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী জাকির এ খান খুন হয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাকির এ খান ১৯৯৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
জাকির এ খান অন্যান্য দিনের মতো কাজ শেষ করে ব্রঙ্কসের থ্রাগসনেক এলাকায় নিজের বাসায় ফিরেন। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় বাসার সামনে তার সাথে তার বাসার মালিকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বাসার মালিক মিশরীয় আমেরিকান উত্তেজিত হয়ে উপর্যুপরি এই বাংলাদেশী ব্যবসায়ীর বুকে ছুরিকাঘাত করতে থাকে। জাকির এ খান সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন।
এ অবস্থায় জাকির এ খানের বাসার মালিক নিজেই পার্শ্ববর্তী থানায় নিয়ে ঘটনার বর্ণনা দেয়। পুলিশ সাথে সাথেই তাকে গ্রেফতার করে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকির এ খানকে মুমুর্ষূ অবস্থায় স্থানীয় জ্যাকবি হাসপাতালে ভর্তি করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষর শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জাকির এ খানের মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। কমিউনিটির কল্যাণে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
জাকির এ খানের লাশ এখনো জ্যাকবি হাসপাতাল মর্গে রয়েছে।
জাকির এ খানের দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে। তারা ৭ ভাই ও ৫ বোন। সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। এলাকায় এই পরিবারের বিশেষ করে জাকির এ খানের একজন দানশীল ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। এ করণে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply