ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চার্চে ঈদুল আজহার কোরবানির মাংশ বিতরণ করে নিউইয়র্ক প্রবাসী বাঙালিরা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
‘কোরবানি মিট ড্রাইভ টু সুপ কিচেন’ কর্মসূচির অংশ হিসেবে ব্রঙ্কসের একটি চার্চে তারা কোরবানির মাংশ বিতরণ করেন।
স্থানীয় সময় ররিবার দুপুরে ব্রঙ্কসের ২৫০০ ওয়েস্টচেস্টার এভিনিউর সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এ মাংশ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ডাইরেক্টর ডা নাহিদ খান, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চের ফুড প্রোগ্রামের ডাইরেক্টর চার্লি সেলি ও এসেম্বলিম্যান হোজে রিভেরা সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি নেতা মো এন মজুমদার ও শেখ আল মামুনের কাছ থেকে সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চের ফুড প্রোগ্রামের ডাইরেক্টর চার্লি সেলি কোরবানির মাংশ গ্রহণ করেন।
চার্লি সেলি তাদের চার্চে কোরবানির মাংশ দেয়ার জন্য ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply