ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এসেম্বলিম্যান হোজে রিভেরার ভিক্টোরি ডিনার উৎসবে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট-৭৮ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান হোজে রিভেরার সম্মানে উৎসবমুখর পরিবেশে রোববার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমী ডিনার পার্টি।
সদ্য সমাপ্ত নিউইয়র্ক স্টেট এসেম্বলির প্রাইমারিতে বিপুলভাবে বিজয়ী হোজে রিভেরার সম্মানে ‘ভিক্টোরি ডিনার ইন অনার অব এসেম্বলিম্যান হোজে রিভেরা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস।
স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে এসেম্বলিম্যান হোজে রিভেরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের এ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারি নজরুল হক, যুক্তরাষ্ট্র সফররত বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম মো শামীম শাহেদ, দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ডাইরেক্টর ডা নাহিদ খান, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আনছার আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সহ সভাপতি আব্দুর রহিম ও আবদুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা সম্পাদক শাহিনা পলি, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম মো শামীম শাহেদ, দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিক উজ্জামান ও বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলকে এসেম্বলিম্যান হোজে রিভেরার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসেম্বলিম্যান হোজে রিভেরা তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংগঠন সহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
তিনি বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে রয়েছে সকল ধর্ম-বর্ণের সমঅধিকার। এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম কারণ।
তিনি এ ধারা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply