ক্রীড়াঙ্গন প্রতিবেদক : নাসির হোসেনের ডবল সেঞ্চুরি সিলেটের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করলো। এ জন্যে বিশেষ মর্যাদায় স্মরণীয় হয়ে থাকবেন এই অলরাউন্ডার। এমন সাফল্যে তিনি নিজেও তৃপ্ত। সাংবাদিকদের সাথে আলাপকালে তার চোখে মুখে ছিলে দারুণ সন্তুষ্টির ছাপ। এই কৃতিত্ব তাকে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগ ও রংপুর বিভাগের ৪ দিনের ম্যাচের তৃতীয় দিনে ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি। আবু জায়েদ রাহীকে ফ্লিক করেই নাসির হোসেন পৌঁছে গেলেন ম্যাজিক্যাল ফিগারে। ব্যাট উপরে তুলে প্রথাগত কাজটা সারার পরই মাটিতে সেজদায় গেলেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। আবু জায়েদ রাহীর বলে ক্যাচ দিয়েই তার ২০১ রানের ইনিংস সাঙ্গ হয়ে যায়।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে আগের দিনের ১০৫ রানের সাথে বুধবার আরো ৯৬ রান যোগ করেন নাসির হোসেন। এর সুবাদে লিড নিয়ে রংপুর বিভাগ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গেছে।
খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাসির হোসেন। বলেন, ‘ডবল সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। জাতীয় দলে খেলার কারণে জাতীয় লিগে সেভাবে খেলা হয়ে উঠে না। এবার সুযোগ পেয়েই লম্বা ইনিংস খেলার পরিকল্পনা ছিল। সে পরিকল্পনায় সফল হয়েছি বলে ভালো লাগাটা আরো বেড়েছে।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করে আরো বললেন, ‘উইকেটে বোলারদের জন্য যেমন বাউন্স, পেস দুটোই ছিল, তেমনি ব্যাটসম্যানদের জন্যও সহায়ক। তবে রান করাটা সহজ ছিল না; কিন্তু আমি উইকেটে সেট হয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আর উইকেটে সেট হয়ে গেলে সবকিছুই সহজ হয়ে যায়।’
Leave a Reply