মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত ৭ জনের মরদেহ স্বজনরা শনাক্ত করলেও গ্রহণ করেননি।
সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।
তিনি বলেন, নাসিরপুরের আস্তনায় নিহতদের শনাক্ত করতে স্বজনরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গা গ্রাম থেকে এসেছেন। মৃতদেহগুলো ছিন্নভিন্ন থাকায় ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবি দেখে মৃতদেহগুলো শনাক্ত করেছেন নিহত লোকমানের শ্বশুর আবু বক্কর সিদ্দিক, ভায়রা সানোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন। তবে তারা মৃতদেহগুলো গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন।
Leave a Reply