নিজস্ব প্রতিবেদক : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, নাসিরনগর ও গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দিয়ে আমাদের একাত্তরের মূল্যবোধ পোড়ানো হচ্ছে। এ অবস্থায় আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারিনা। আমাদেরকে দেশবিরোধী-স্বাধীনতাবিরোধী চক্রের এই অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামীর উপর পুরোপুরি নির্ভরশীল দল। এ দলটি জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত মেনে চলে।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, এই দেশ কারো একার বা কোন একটি ধর্মের অনুসারীদের নয়। বাংলাদেশ সকল বাঙালির-সকল ধর্মের মানুষের। একাত্তরের পরাজিত শত্রুরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্ত করছে তা মাথায় রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও মহানগর আহবায়ক আলম খান মুক্তির পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, আহমদ আল কবীর, সাংসদ নূরুন নবী চৌধুরী শাওন, জাকির খান, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকা মহানগর উত্তর সভাপতি মইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ সহ সভাপতি আনোয়ার হোসেন সেন্টু, হবিগঞ্জ জেলা সভাপতি আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার জেলা সভাপতি ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আহবায়ক খায়রুল হুদা চপল, সিলেট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ সেলিম প্রমুখ।
Leave a Reply