নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে।
রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক আহ্বান জানানো হয়। এতে জেলা কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যোগ দেন।
বিশেষ সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ ও অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ।
বিশেষ সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বিশেষ সভার শুরুতে সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান সহ কয়েকজন নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply