নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার অপরাধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত শাবিপ্রবি প্রক্টরিয়াল বডির এক বর্ধিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ সহ ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড রাশেদ তালুকদারকে আহ্বায়ক এবং শাহপরান হলের প্রভোস্ট সাহেদুল হাসান ও অর্থনীতি বিভাগের শিক্ষক ড মুন্সি আবু নাসের ইবনে আফজলকে সদস্য করে ফ্যাক্স ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
শাবিপ্রবি উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় খাদিজা বেগম নার্গিসের চাচা আব্দুল কুদ্দুছ বাদি হয়ে হামলাকারী বদরুল আলমকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বাঁচানোর আশা প্রায় ছেড়ে দিয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার দিনগত মধ্যরাতে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সোমবার বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে হল থেকে বের হবার পর ক্যাম্পাসে পুকুর পাড়ে খাদিজা বেগম নার্গিসকে বদরুল আলম প্রকাশে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে অন্য শিক্ষাথীরা বদরুল আলমকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। সে পুলিশ প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Leave a Reply