নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সিলেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদ শনিবার বিকেলে এর আয়োজন করে।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা ও এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা চৌধুরী। সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। পরিচালনায় ছিলেন, ইন্দ্রানী সেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও নাটক মঞ্চায়ন হয়।
Leave a Reply