‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শোভাত্রাটি মহানগরীর নয়াসড়কে সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেনার সুফিয়া খাতুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক উপদেষ্টা সালমা বাছিত, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন ও স্থানীয় কোষাধ্যক্ষ ফেরদৌসী আরা কামাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামীমা আক্তার নেভী, শরিফা খাতুন, শাহরীন ইসলাম চৌধুরী, মাহবুবা আক্তার প্রমুখ।
Leave a Reply