নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পিজিএস এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রচলিত আইলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা বেঁচে যায় বলে আবারও ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হয়।
তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়ন করা হলে এসব অপরাধ কমানো সম্ভব হবে।
বক্তারা নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply