নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নারী ও শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও মহানগর বিএনপি বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দলের মহানগর সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুর রহিম, জিয়াউল হক জিয়া, নিহার রঞ্জন দে, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মাহবুব চৌধুরী, সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, সদর উপজেলা আহ্বায়ক এ কে এম তারেক কালাম, সদস্য শহীদ আহমদ ও জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি।
বক্তারা বলেন, সিলেটসহ দেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। ক্যাম্পাসগুলো থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে এখন ছাত্রলীগ গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে।
Leave a Reply