সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্ষণ, নির্যাতন ও অনাচারসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে সামজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট খলিল রহমান, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী, ছাত্র ইউনিয়ন সভাপতি দুর্যোধন সরকার ও সাধারণ সম্পাদক আসাদ মনি।
বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে সকল অভিভাবককে আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
Leave a Reply