মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং নারীদের উপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষাথীরা মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার সকালে চৌমুহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আয়োজকরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন।
কমলগঞ্জের মুন্সিবাজারের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাবার পথে পরানধর এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফায়ারম্যান হানিফ উল্ল্যা ও অটোরিক্সাচালক মতলিবকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply