সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নারীদের কল্যাণ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে সিলেট মহানগরীর ঘাসিটুলা বেত বাঁশ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধন সনদ প্রদান ও যুব উন্নয়ন অধিদফতরের ১৪ দিন মেয়াদি ‘বাঁশ ও বেতের কাজ’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কেয়া চৌধুরী সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বেত শিল্পকে বাঁচিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বেত শিল্পীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম শফিক, জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাছিত, ফিরোজ চৌধুরী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সজল চক্রবর্ত্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আব্দুল মান্নান ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো শরিফ উদ্দিন। শেখ মো মঈন উদ্দিন আহমদের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আকমুল রহমান মিলাদ। গীতা পাঠ করেন নৃপেন্দ্র দাশ। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকর্মী রকিবুল হাসান রুমন, ১০নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক এম এইচ রুমেল, মুরব্বি পংকী মিয়া, জালাল উদ্দিন শামীম, ঘাসিটুলা বেত বাঁশ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান, সহ সভাপতি মো রিয়াজ উদ্দিন বাদশা, অর্থ সম্পাদক মো শাহজাহান বিল্লু, সদস্য মো আলম মিয়া কুটিল, মো শারুক মিয়া, আব্দুস সত্তার, জিয়াউর রহমান, মইবুল ইসলাম, রুকন মিয়া, কমলা বেগম প্রমুখ।
Leave a Reply