সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেছেন, নারীদের স্বাবলম্বী করতে সরকার নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
রবিবার দুপুরে উপজেলার রহিমা-ফিরোজ-সিকদার উচ্চবিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিস আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু দা) উজ্জ্বল শীলের সভাপতিত্বে সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাবুদ্দিন শাহীন, প্রধান শিক্ষক জ্যোতির্ময় দেব, জ্যেষ্ঠ শিক্ষক মো আব্দুর রকিব, ইউপি সদস্য আশিকুর রহমান, গুলশানা বেগম, শিক্ষানুরাগী কাজী আলী, সাবেক ইউপি সদস্য মকবুল আলী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছালিক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা আরও বলেন, সকলের জন্য পুষ্টির ব্যাপারটি নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করা একটি গুরুত্বপূর্ণ কাজ এবং তা নিশ্চিত করা দরকার। নারীদের উন্নতি ব্যতীত দেশের অগ্রগতি সম্ভব নয়।
অন্যান্য বক্তা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীল বলেন, তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে জেলা তথ্য অফিস নানাবিধ প্রচার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রেখেছে।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply