সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেছেন, নারীদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকারের যুগান্তকারী কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।
শনিবার সকালে আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান শিক্ষক রীনা রাণী কর্মকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য কর্মকর্তা মো আব্দুছ ছাত্তার। তিনি সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি আরও বলেন, নারী বান্ধব এ সরকার নারীদের কল্যাণে নিবেদিত। ফলে নারীরা এখন আর কেবলমাত্র গৃহকর্মে আবদ্ধ নন, পুরুষের পাশাপাশি তারাও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আগে পরিবারে সিদ্ধান্ত গ্রহণে নারীদেরকে অবহেলা করা হতো, তাদের মতামতকে উপেক্ষা করা হতো; কিন্তু বর্তমানে পরিবারের যে কোন সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে।
জেলা তথ্য অফিসের ঘোষক মো লেবাছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে শিক্ষক, রাজনীতিবিদ এবং নারী উদ্যোক্তাসহ বিপুল সংখ্যক গৃহিনী উপস্থিত ছিলেন।
Leave a Reply