নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, বাংলাদেশে সংখ্যার দিক থেকে নারী-পুরুষ সমান সমান। অতএব নারীকে বাদ দিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবেনা। তাই সরকার নারীর অধিকার নিশ্চিতকরণ ও উন্নয়নে নিরলস কাজ করছে।
তিনি আরো বলেন, দেশ ও জাতির ভবিষ্যত নেতৃত্বের যথাযথ বিকাশের লক্ষ্যে শিশুদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ হিসেবে গড়ে তুলতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বক্তব্য রাখছিলেন।
মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবার পর রাজধানীর বাইরে প্রথমেই সিলেটে প্রতিমন্ত্রী এ ধরনের মতবিনিময় সভা করলেন। পরে তিনি অন্যান্য বিভাগেও এভাবে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরান নাহার। এসময় আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেসা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।
Leave a Reply